প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ১:২০ এ.এম
জয়পুরহাটে জোড়া খুনের আসামি গ্রেফতার

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার হলহলিয়া গ্রামে গত (২৭ মে) সোমবারে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি জামাতা রুবেল কে গ্রেফতার করেছে পুলিশ।
রুবেল তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহপোষণ করতো এবং বিদেশ থেকে শাশুড়ির পাঠানো টাকা নেবার জন্য তার স্ত্রীকে চাপ দিতো। ঘটনার দিন তার স্ত্রীর মোবাইলে অপরিচিত কল আসতে দেখে তর্ক-বিতর্কের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে খালা আলেয়া বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর খালাতো শ্যালক নিরব দ্রুত এসে বাধা প্রদান করলে তাকেও জখম করে ছুরি নিয়ে পালিয়ে যায় রুবেল।
পরে স্থানীয়রা তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিতুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে রেফার্ড করলে
বগুড়া নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আকেলপুর থানায় একটি হত্যা মামলা রুজ হলে গতকাল(রবিবার) বগুড়ার সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বিপিএম, এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.