এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল ওই বাড়ি থেকে মূল্যবান দ্রব্য সামগ্রীসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা শুদ্ধাখালী পাড়া নামক এলাকায় সাংবাদিকের হোসাইন শরীফ সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাড়ির মালিক মগনামা ইউনিয়নের শুদ্ধাখালী পাড়ার মৃত বদিউল আলমের পুত্র এশিয়ান টেলিভিশনের চকরিয়া প্রতিনিধি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক, কক্স টিভির চেয়ারম্যান সাংবাদিক হোসাইন শরীফ সোহেল জানান, শুদ্ধাখালী পাড়ায় আমার বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আমার দুটি বাড়ি রয়েছে। একটি শুদ্ধাখালীতে অপরটি রামু রাবার বাগানের নিকটে। আমার স্ত্রী ১৫ দিন আগে মগনামা বাড়ি থেকে রামুর বাসায় চলে যায়। এরই মধ্যে চোরের দল আমার বাড়িতে ওয়ারশ রুমের ভেন্টিলেটর কেটে কৌশলে ডুকে পড়ে।
এ সময় দুটি এসি, দুটি পাম্প মেশিন, কয়েকটি কম্পিউটার, সিসি ক্যামরা ও মনিটর, রান্নাঘরের মালামাল, গ্যাসের চুলার সিলিন্ডারসহ বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সোহেলের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, আমি গতকাল রাতে রামু থেকে মগনামায় বাড়িতে এসেছি। এসে দেখতে পাই দুর্ধর্ষ চুরির দৃশ্য।
প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, ক্ষতিগ্রস্ত পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply