এস এম মাসুদ রানা, ত্রিশাল
‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ শ্লোগান সামনে রেখে বুধবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের যৌথ আয়োজনে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ময়মনসিংহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ভালুকা শাখার সিনিয়র অফিসার মোঃ মারজিউল হক সজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ। ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান। ওরিয়েন্টেশনে সরকারি, বেসরকারি প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com