নাজমুল হক, নওগাঁ
হাটে মোবাইল কোর্ট এর জরিমানার পর আবারও অতিরিক্ত খাজনা আদায়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার নওগাঁ সদর উপজেলার কীর্তিপূর হাটে এ ঘটনা ঘটে। হাটে আসা ক্রেতা বিক্রেতারা এই অভিযোগ করে। নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সময় নওগাঁ সদর উপজেলার কীর্তিপূর হাটে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করেন, হাট কর্তৃপক্ষ পক্ষ মোবাইল কোর্ট শেষে বের হয়ে আশার সাথে সাথেই আবারও অতিরিক্ত খাজনা আদায় শুরু করেন হাট কর্তৃপক্ষ। গরু প্রতি বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা ও ক্রেতাদের কাছ থেকে ৯০০-১২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন।
এবিষয়ে গরু কিনতে আশা স্হানীয় এক ক্রেতা বলেন – হাটে গরু কিনতে আশা ক্রেতাদের সাথে যাচ্ছেতাই ব্যবহার করছেন হাটের খাজনা আদায়ে বসা লোকজন, গরু প্রতি ইচ্ছে মতো খাজনা আদায় করছে তারা আমার গরুর জন্য ৯০০ টাকা খাজনা নিয়েছে তারা।
কোরবানীর জন্য ছাগল কিনতে আশা মিঠু বলেন – আমি ১৪০০০ হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনি ছাগলের জন্য বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা নেন, আমার কাছ থেকে খাজনা বাবদ ৫০০ টাকা চাইলে আমি ৩০০ টাকা দেয় কিন্তু তারা টাকা নিয়ে আমাকে কোন রশিদ দেয় নাই
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে অতিরিক্ত খাজনা আদায়ের সাথে, খাজনার রশিদে লেখা নাই খাজনা আদায়ের টাকার পরিমাণ,
এবিষয়ে সদর এসিল্যান্ড শওকত মেহেদী হাসান সেতু এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা অভিযোগের হাটে গিয়ে অতিরিক্ত খাজনা আদায় এর বিষয় এ জানতে পেরে ৫০ হাজার টাকা জরিমানা করি, এর পরে আবারও অতিরিক্ত খাজনা আদায় হলে বিষয়টি আমরা দেখবো।
Leave a Reply