প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৪, ১:০৬ এ.এম
কোটালীপাড়ায় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত বাবলু হাজরা

স্টাফ রিপোটারঃ
কোটালীপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর নেতাকর্মীরা ফুল নিয়ে তাঁর নিজ বাসায় তাকে শুভেচ্ছা জানাতে যান কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টায় তাঁর বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা। এসময় সাধারণ সম্পাদক বাবলু হাজরা নেতাকর্মীদের খোজখবর নেন এবং মিষ্টি মূখ করান।
এসময় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তপু তালুকদার, গাউচ বিশ্বাস মিটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাস, চঞ্চল শেখ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ হাজরা, প্রচার সম্পাদক মামুন হাজরা, দপ্তর সম্পাদক আবুজাফর মিয়া সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিটন শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাদশা, সমাজ কল্যাণ সম্পাদক স্বপন হাওলাদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহাসিন খান, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিখন শেখসহ প্রমুখ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১০ জুন রাতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.