ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধা পৌরসভার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পৌর এলাকার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মতলুবর রহমান।
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন। ভিজিএফ এর ৪৬.৩৫ টন জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩টন ও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ৯ টন চাল পৌর এলাকার সুবিধা বঞ্চিত সাড়ে সাত হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়। এরপর গাইবান্ধা সরকারি কলেজ মাঠে মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে আরো ৬০০০ নারী পুরুষ মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো। মেয়র জানান প্রতিবছরের ন্যায় এবছরও তিনি ৬০০০ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও চাল বিতরণ করছি আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবেন।
Leave a Reply