ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ,ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধাদ্বন্দ্ব।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসী সকলকেই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার।
তিনি বলেন,ঈদুল আযহা’মুসলিম জাতির জন্য আনন্দের,তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ এটুকু ভাগাভাগি করার আহ্বান জানান।তিনি পবিত্র ঈদুল আযহা’র ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।ঈদুল আযহা ধৈর্য সহনশীলতা সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোদ ও ভালোবাসার শিক্ষা দেয়।আমরা যেন প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি।
প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানব জেগে উঠুক দ্ভাতৃত্বের বন্ধনে শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগরুক হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন তিনি।আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা ও ভালো রাখেন।পরম করুনাময় আল্লাহ’তালার কাছে প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি,দুঃখ-জরা,সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।সকলকেই জানাই পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com