পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে ৫০০ শত মানুষের মাঝে ঈদে গোস্ত বিতরণ করলো “মানবিক পিরোজপুর ” নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানবিক পিরোজপুর এর সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগঠন এর নেতা কর্মীরা দুপুরে বাইপাস সড়কে প্রতিজনকে ১ কেজি গোস্ত বিতরণ করনে । গোস্ত বিতরণ কালে তিনি বলেন, বাজারে গোস্তের দাম ৮০০ টাকা গরীব খেটে খাওয়া মানুষ তা কিনে খেতে পারেন না। তাই আমরা কোরবানিতে এই উদ্যোগ নিয়েছি।
গোস্তের প্যাকেটের সাথে ১ টি করে দুপুরের খাবার প্যাকেট বিতরণ করছি আমরা। মানবিক পিরোজপুর সবসময় গরীব খেটেখাওয়া মানুষের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply