মোঃ আশিকুর রহমান, বেনাপোল
বেনাপোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপন করা হয়েছে। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে রবিবার বিকাল ৫টায় বেনাপোলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র মো. নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply