জুবায়ের আল মামুন, পিরোজপুর
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল শনিবার দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন।
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের অফিসে দুপুর ৩ টায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি ইমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন সারা দেশে সাংবাদিক নির্যাতণ হচ্ছে। সাংবাদিকদের অনৈক্যের কারনে দুর্নীতিবাজ সমাজ বিরোধী রাস্ট্র বিরোধীদের হামলা মামলার শিকার হচ্ছে। প্রতিনিয়ত রোষানলে পড়তে হচ্ছে সাংবাদিকদের। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সবসময় নির্যাতিত নির্পিড়িত সাংবাদিকদের পাশে দাড়িয়েছে।
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এ পেশায় সৎ পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হয়। আমাদের সকলের উচিৎ নিজেকে সঠিক সাংবাদিক হিসেবে গড়ে তোলা। প্রশিক্ষণের কোন বিকল্প নাই। আজকে যারা ঢাকা থেকে এসেছেন তাদের বলবো আপনারা আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। আমরা মফস্বল এর সাংবাদিকরা শিখতে চাই,আমাদের প্রশিক্ষণ প্রয়োজন।
এ এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, পার্লামেন্ট নিউজ সম্পাদক শাকিলা পারভীন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ইমক্যাব (ইণ্ডিয়ান মিডিয়া করসপানডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ) কোষাধ্যক্ষ আমিনুল হক ভূইয়া, ড্রিম কনসালটেন্সি লিমিটেডের সহকারী পরিচালক কৃষি অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com