ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুনামেন্টন ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত টুনামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ।
এছাড়াও এসময় জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফুলছড়ি সরকারি কলেজ বনাম কঞ্চি পাড়া ডিগ্রি কলেজ। কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ কে ২-০ গোলে পরাজিত করেন ফুলছড়ি সরকারি কলেজ। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন।
Leave a Reply