ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও পূর্বের কমিটি ভেঙে না দেওয়া ও নতুন করে নির্বাচন না দেওয়ায় গাইবান্ধা জেলা ট্রাক, ঢ্যাংলড়ী কাভার্ডাভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ডিবি রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী সবুজ মিয়া, সভাপতি প্রার্থী আতোয়ার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রজ্জু মিয়া, সহ-সভাপতি সুজন মিয়া জলে, পিকাপ চালক আবুল কালাম আজাদসহ অন্যরা।
বক্তব্যরা বলেন, নিয়ম অনুযায়ী গেল ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে। এ ব্যাপারে তারা দফায় দফায় সমাধানের চেষ্টা করলেও সমাধান পাননি । দ্রুত এর সুষ্ঠু সমাধান চান তারা।
Leave a Reply