বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

রাজশাহীতে ডাষ্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী বিভাগীয় প্রধান
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩০ Time View

শাহীনুর রহমান সোনা, রাজশাহী বিভাগীয় প্রধান 

রাজশাহী সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের আজিজর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনষ্টিটিউট সংলগ্ন সড়কে ডাষ্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর একটি অভিজাত হোটেলে ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের
আওয়তায় সংস্থাটির রাজনৈতিক ফেলো রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক এ, এইচ, এম শফিক মাহমুদ তন্ময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের আজিজ্বর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনষ্টিটিউট সংলগ্ন সড়কে ডাষ্টবিন স্থাপনের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আজিজর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫০০-৩০০০ শিক্ষার্থী রয়েছে এছাড়াও আরো প্রায় ১৫০০-২০০০ জন
এলাকাবাসী আশপাশে বসবাস করেন। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার কারণে প্রায়ই এই স্কুল গেটের সামনে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা পড়ে থাকতে দেখা যায়। এই ময়লার স্তুপ জমতে জমতে স্কুল কলেজ এবং আশেপাশে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে আশেপাশের পরিবেশ এবং ছাত্রছাত্রী সহ বসবাসকারী মানুষের স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি ডাস্টবিন নির্মাণ করা প্রয়োজন।

আমরা ইতোমধ্যে এই এলাকায় নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত দাবি সম্বলিত আবেদনপত্র যাতে অত্র এলাকায় বসবাসরত ২০০ জন নাগরিকের স্বাক্ষর সহ ১০ নং ওয়ার্ড কাউন্সিলরের কাছে হস্তান্তর করেছি। কাউন্সিলর মহোদয় আশ্বস্ত করেছেন যে, বিষয়টি তিনি দ্রুত সমাধানের জন্য কাজ করবেন। আমরা এই গুরুত্বপূর্ণ সমস্যাটি নিরসন করে একটি বিশাল জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা এবং ক্লিন সিটি হিসেবে রাজশাহীর সুনাম দেশবাসীর কাছে অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার ও নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রায়হান আলী ও আশেক তানভীর অনিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category