ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
নিখোঁজের দুইদিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ । উদ্ধারকৃতরা হলেন ফারুক হোসেন (৫০) ও সোনামিয়া (৫৫)।
শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পুরান ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৬ তারিখ বুধবার রাতে নিখোঁজ হন তারা।
তাদের মধ্যে ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজ-খুঁজির এক পর্যায় আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) সাইদুর রহমান।
তিনি বলেন, শুক্র বার সকালে স্থানীয়দের খবরে গজারিয়া ইউনিয়নের যমুনানদীর গলনার চর ও বাইনকার চর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনা মিয়া নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, জানা গেছে তাঁরা জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিল। সুরতহাল রিপোর্ট, পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বক তদন্ত শেষে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে। তবে এখুনি কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com