এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহুরী পাড়া এলাকার ডাঃআবদুল জলিলের পুত্র মগনামা ইউনিয়ন শাখার কমিউনিটি পুলিশিংএর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশেক বিন জলিলের উপর বর্বর হামলা ঘটনা ঘটেছে।
গত ২৭ জুন বিকাল সাড়ে চারটার দিকে আশেক বিন জলিল নিজ ব্যক্তিগত কাজে পেকুয়া বাজারে আসার পথে মগনামা ইউনিয়নের মওলার পাড়া বিসমিল্লাহ সড়কের রাস্তার মাথা আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার ২ নং ওয়ার্ডের মৃত্যু নুরুল হোছাইনের পুত্র- নেজাম উদ্দিন ছোটন (৩০) তাহার ভাই মোঃআইয়ুব খান সহ ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করেন- পরে স্হানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আশেক বিন জলিল কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আশেক বিন জলিল বলেন- পূর্বশত্রুতার জের ধরে মগনামার কিশোর গ্যাং,সন্ত্রাসী হিসেবে পরিচিত নেজাম উদ্দিন ছোটন ও তাঁর ভাই আইয়ুব খান বিভিন্ন অপরাধের সাথে জড়িত-আমাকে আহত করার ঘটনার বিষয়ে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ী করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে পেকুয়া থানার(ওসি) জানান- অভিযোগের বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply