বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

কাশিয়ানীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি 

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের কন্যা সহ স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির নাম মোঃ বকুল চৌধুরী (৫৭), সে কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের মৃত ইদ্রিস চৌধুরীর ছেলে।

তার স্ত্রী মারা যাওয়ার পর সে আঞ্জু বেগম নামের স্বামী পরিত্যক্তা এক নারীকে পুনরায় বিবাহ করেন। বিবাহ পরবর্তী সময়ে কাশিয়ানীর শিবগাতী এলাকায় জনৈক ফজর আলী খানের একতলা ভবনে ভাড়া থাকতেন বলে জানা গেছে। আঞ্জু বেগমের আগের সংসারে ইমরান শেখ (২২) নামের একটি ছেলে রয়েছে। ইমরান শেখ, শাহীন শেখ ও আঞ্জু বেগমের ওরশজাত সন্তান।

গত ২৮ জুন সকাল ১০:৪৫ মিনিটে কাশিয়ানী থানার শিবগাতী গ্রামের ফজর আলী খানের একতলা বিল্ডিং থেকে নিহত বকুল চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে কাশিয়ানী থানায় মৃতের ভাই স্বপন চৌধুরী বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন।

মামলা নং ৩০/২৪, তারিখ ২৮/০৬/২০২৪। এ বিষয়ে নিহত মোঃ বকুল চৌধুরীর কন্যা লাবনী চৌধুরী ও তার স্বামী গত ২৭ জুন রাতে তার বাবাকে খাবার দিতে গিয়ে সৎ মা আঞ্জু বেগম ও সৎ ভাই ইমরান শেখকে তার বাবার সাথে ঝগড়া করতে দেখেছেন। এছাড়াও যে জায়গায় ফাঁস নেওয়া অবস্থায় বকুল চৌধুরীকে পাওয়া গেছে তা রহস্যজনক বলে দাবি নিহতের কন্যা ও স্বজনদের। পুলিশ প্রশাসনকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে কাশিয়ানী থানার এসআই কামরুজ্জামানের ০১৭১৫…..৫৩ মুঠোফোনে যোগাযোগ হলে তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরে পোস্টমর্টেমের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। পোস্টমর্টেম রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category