স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।(৭জুলাই,রবিবার) দুপুরে উপজেলার,ঘাঘর,বাজার,শ্রীশ্রী রাধা-মদনগোপাল নামহট্ট মন্দিরের পক্ষ থেকে হরিনাম সংকীর্তন,ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসহ বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ দিন দুপুরে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এসময়,উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র,বিশ্বাস,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বিজন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান তুষার মধু,সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ,সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ,সাধারণ সম্পাদক সাগর বিশ্বাস ও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা সহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ঘাঘর বাজার মন্দির হতে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক দিয়ে পাড়কোনা গনেশ পাগল মন্দিরে গিয়ে সমাবেত হয়ে সেখানে পূজা, অর্চনা, শাস্ত্রপাঠ,প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে জগন্নাথ দেবের এ রথযাত্রার সমাপ্তি হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন,প্রতিবছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা ব্যাপক উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে।