এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বাদীর বসতবাড়িতে বিবাদীর হামলার ঘটনা ঘটে। এসময় বাদীর বসতবাড়িতে থাকা ভাড়াটিয়াকেও ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
৮ জুলাই দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা জাহেদুল ইসলাম ফরায়জির স্ত্রী ও সাবেকগুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মামলার বাদী মর্জিনাতুল জন্নাতের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্কুল শিক্ষিকা বাদী মর্জিনাতুল জন্নাত জানান, আমি জায়গা কিনে পাকা ঘর করার সময় একই এলাকার মৃত রশিদ আহমেদর পুত্র জনি, মৃত আনজু মিয়ার পুত্র বাবুল, মৃত নুরুল হোসাইনের পুত্র সাহাবউদ্দিন, ইয়াকুবের পুত্র শওকত গং ৭ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়া তারা ক্ষিপ্ত হয়ে দফা দফায় হামলার ঘটনা ঘটায়। পরে আমি বাদী হয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা রুজু করি। মামলাটি আদালত আমলে সি আইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নিদের্শ দেয়। সম্প্রতি সিআইডি ওই মামলার প্রতিবেদন আদালতে দাখিল করে। আদালত বিবাদীদের নির্ধারিত মামলার হাজিরার ৮ জুলাই তারিখে বিবাদী কুতুবের পুত্র বোরহান, মৃত বান্ডুর পুত্র সোহেলকে জামিনামঞ্জুর করে আদালত জেলে পাঠানোর নির্দেশ দেয়।
এর পর থেকে বাবুলের স্ত্রী বুলবুল, বাবুল, সাহাবউদ্দিন, শামশুর নাহারসহ অন্য বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ফের আমার বসতঘরে হামলা চালিয়েছে এবং আমার বসতঘরের ভাড়াটিয়াকে ঘর ছাড়ার হুমকি দেয়। এছাড়াও আমাকে ও প্রাণনাশের হুমকি দেয় তারা। আমি এখন জীবন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পেকুয়া থানার এস আই সাইদুল ইসলাম জানান বিষয়টি বাদী আমাকে জানিয়েছেন।
Leave a Reply