প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১২:৪৯ এ.এম
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া পানির ট্যাংক অন্য জেলায় বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণ করার রাখার জন্য উপকূলীয় অঞ্চলে প্রধানমন্ত্রীর দেওয়া পানির ট্যাংক মোটা অংকের অর্থের বিনিময়ে অন্য জেলায় বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় লোকমান শেখ বাদী হয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিণাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে সরজমিন বান্ধাবাড়ি ইউনিয়নের হরিণাহাটিগ্রাম ও পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার পয়সাগ্রাম ঘুরে জানা গেছে, উপকূলীয় জেলা সমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণের কাজ চলছে। বান্ধাবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামের মানুষ টাকা দিয়েও পানির ট্যাঙ্ক পাচ্ছেন না। অথচ বান্ধাবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হরিণহাটি গ্রামের ইউপি সদস্য রুহুল আমিন হাজরা টাকার বিনিময়ে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের বিভিন্ন পরিবারের কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে বৃষ্টির পানি সরবরাহ করার ট্যাংক বিক্রি করে দিচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে জানা গেছে, এই উপজেলায় বৃষ্টির পানি ধরে রাখা ও সরবরাহ করার জন্য ট্যাংক বিতরণের কাজ ২০২২- ২৩ অর্থ বছর হতে শুরু হয়, যাহার কার্যক্রম আগামী ২০২৬ সাল পর্যন্ত চলবে।
এ পর্যন্ত মোট বরাদ্দ ৯ হাজার ২৭২ টি পানির ট্যাংক এর মধ্যে ২ হাজারেরো বেশি ট্যাংক বিভিন্ন পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
প্রতিটি ট্যাংক পেতে গ্রাহককে সরকারি কোষাগারে ১৫ শ টাকা জমা দিতে নির্ধারণ করা হলেও জনপ্রতিনিধিরা এর অধিক টাকা গ্রহণ করেছে। আর প্রতিটা ট্যাংক স্থাপনে সরকারের খরচ হয় প্রায় ৪৫ হাজার টাকা।
এ ব্যাপারে অভিযোগকারী লোকমান শেখ বলেন, প্রধানমন্ত্রীর অবদান উপকূলীয় অঞ্চলের জেলা সমূহে বৃষ্টির পানির সংরক্ষণ ও সরবরাহ প্রকল্পের মালপত্র বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার তোতা সিকদারের ছেলে বিপুল শিকদারের নিকট ইউপি সদস্য রুহুল আমিন হাজরা মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়।
নাম প্রকাশ না করা শর্তে অনেকেই বলেন, শুধু বিপুল শিকদার ও রুবেল সিকদার নয় ইউপি সদস্য রুহুল আমিন হাজরা আগৈলঝাড়া উপজেলায় আরো অনেকের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া পানির ট্যাংক বিক্রি করেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন হাজরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার তালিকায় যারা পানির ট্যাংক পেয়েছে, সেখানে অন্য উপজেলার কোন নাম নাই, উপজেলা থেকে পার্শ্ববর্তী উপজেলায় যারা পানির ট্যাংক পেয়েছে তারা কিভাবে পেয়েছে আমার জানা নাই।
জনস্বাস্থ্য অধিদপ্তর কোটালীপাড়া উপজেলার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আকির খান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.