আব্দুল মজিদ,জামালপুর
জামালুপরের ইসলামপুরে গুঠাইল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে দীর্ঘ ৬মাস হাজিরা খাতায় স্বাক্ষর না করে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলনসহ শিক্ষকদের সাথে অসদাচণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী গত ৭জুন থেকে ২১নভেম্বর/২৩পর্যন্ত প্রায় ৬মাস কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।অভিযোগ উঠেছে, কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ ব্যাহতসহ মাদ্রাসার স্টাফদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এব্যাপারে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল করিমের অভিযোগ, অধ্যক্ষ ছুটিতে থেকেও নিয়ম বর্হিভূতভাবে মাদ্রাসায় এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা সময়েও কার অদৃশ্য ইশারায় নিয়ম বর্হিভূতভাবে নিয়মিত বেতনভাতা উত্তোলন করছেন বিষয়টি তার জানা নেই।
সহকারী শিক্ষক রায়হান কবীরের অভিযোগ, আমাদের অধ্যক্ষ মহোদয় দীর্ঘ দিন থেকে মাদ্রাসার অনুপস্থিত রয়েছেন, আমরা কিছু বলতে গেলে আমাদের সাথে অসজৌন্য মূলক আচরণ করে থাকেন তিনি।
অভিযোক্ত গুঠাইল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, আমি যা জবাব দেওয়ার ইউএনওকে দিব; আপনারা যা পারেন লিখেনগা।
এব্যাপারে গুঠাইল সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির আহবায়ক ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীকে অসুস্থার কারণে ছুটি দেওয়া হয়েছে।
তিনি যদি পুনরায় কর্মস্থলে যোগদান করেন মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট দেখিয়ে কমিটির মিটিংয়ের মাধ্যমে যোগদান করতে হবে। দীর্ঘ দিন হাজিরা খাতায় স্বাক্ষর না করেও বেতন উত্তোলন করার ব্যাপারে ইউএনও জানান, তিনি যদি এরকম কিছু করে থাকেন তদন্ত টিম গঠন করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com