এস এম মাসুদ রানা, ত্রিশাল
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছ অবমুক্তকরণ, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
এ সময় র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত, ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল পৌর মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার,
উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।
Leave a Reply