প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৪, ১:৫৫ পি.এম
জয়পুরহাটে জেলা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

ফারহানা আক্তার জয়পুরহাট
জয়পুরহাটে দু’দিন ব্যাপী নারী ও পুরুষ দলের কাবাডি খেলার সমাপনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে পৃথক পৃথক ভাবে চুরান্ত পর্বের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দু’দিন ব্যাপী এ খেলায় ৫টি নারী ও ৫টি পুরুষ দলের প্রত্যেকটিতে ৭৫ জন করে মোট ১৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। চুড়ান্ত প্রতিযোগীতায় দু’টিতেই জয়পুরহাট সদর উপজেলা দল চ্যাম্পিয়ন ও পাঁচবিবি উপজেলা দল রানার্স আপ হয়।
পরে বিজয়ী ও রানার্স আপ দল ও প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী খেলোয়ারদের মধ্যে ট্রফি ও পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার নুরে আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমখ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.