বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

নওগাঁয় বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা-আহত ৭

নাজমুল হক, নওগা
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

নাজমুল হক, নওগাঁ 

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা গণ মিছিল সফল করেন।আজ শনিবার বেলা ১০ দিকে শহরের কাজির মোড়ে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন।

পরে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা মুক্তির মোড়ে এসে জড়ো হয় এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়। ঘন্টা খানেক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে, গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। সারা দেশে নিরীহ যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ছাত্র সমাজের ৯ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নিয়ে সেনাবাহিনীর হাতে দেশ দিতে হবে।
এ ছাড়াও ছাত্রদের চলমান আন্দোলনে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো জাহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারেনি।

তবে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও বিজিবির টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন আছেন। বৃষ্টি উপেক্ষা করে মুক্তির মোড়ল ঢল নামে হাজারো শিক্ষার্থীর। সেখানে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ আর তেমন বাধা দেয়নি।

কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শিক্ষার্থীরা গণ মিছিল নিয়ে শরিষা হাঁটি মোড়ে আওয়ামী লীগ অফিসের সামনে গেলে অফিসের সামনে থেকে মিছিলে হামলা চালালে তখন পাল্টা জবাবে অফিসের জানালার কাচ ভেঙে যায় এ সময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে লাঠি চার্জ করে।
উল্লেখ্য : এ সময় পুলিশ ছাত্র ও সাংবাদিক সহ ৭ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category