স্টাফ রিপোটারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে লাখো জনতা নিয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাতে মাথায় সাদা কাপড় পড়ে শপথ করেন সর্বস্তরের লাখো জনতা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারন জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply