বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

গোপালগঞ্জ সহ দেশবাসীকে প্রস্তুত থাকার আহবান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

কে এম সাইফুর রহমান,  নিজস্ব প্রতিনিধি 

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করানোর প্রতিবাদ ও তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। দেশের অরাজকতাও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে একটি কুচক্রী মহল। যারা দেশে অরাজকতা করেছে, লুটপাট করেছে গণভবন সহ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ীতে আগুন দিয়েছে, সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের সংসদ সদস্য প্রিয় নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বাড়ীতে আগুন দেওয়া সহ দেশ ধ্বংস করেছে তার তীব্র নিন্দা জানান তিনি।

দেশ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার দেখেছেন জাতির জনকের ছবি ম্যুরাল যে ভাবে নগ্নভাবে ভাংচুর অপমান করা হয়েছে শেখ হাসিনার ব্যবহৃত শাড়ী কাপড় সহ আসবাবপত্র যে ভাবে ধ্বংস করেছে তা বিশ্ববাসী দেখেছে। সারাদেশে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, বাড়ী ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের অভয় দিয়ে দেশ বাসীর উদ্দেশ্যে মাহাবুব আলী খান বলেন, আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন আমাদের নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। দলের বর্তমান ক্লান্তিকালে সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ও গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category