এস এম দুর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ আগস্ট)বেলা ১১টায় উপজেলার এমসি বাজার এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো:শরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির।
বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার।শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো:রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো:মিনার উদ্দিন,শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মোসলেহ উদ্দিন মৃধা,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য মো:মোশাররফ হোসেন ও মো:আলম খান,শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো:বাচ্চু মিয়া।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড.আবু জাফর,শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক আবুল বাশার,শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য জহিরুল ইসলাম কাজল,মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামিল,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জুয়েল,বরমী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কাজল মিয়া,মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি,সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,শ্রীপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকা,শুভেচ্ছান্তে ছিলেন তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সুজন,ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশীদ,এসময় বক্তারা বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন,নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল।মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেরে নিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
বক্তারা আরও বলেন,ছাত্র জনতার আন্দোলনে নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি করেন।নেতৃবৃন্দরা বক্তব্যে আরো বলেন বিগত ৬টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্দী ছিলেন।
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন,ধ্বংস নয়,প্রতিশোধ নয়,প্রতিহিংসা নয়,ভালোবাসা,শান্তি ও জ্ঞ্যানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে,হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা মামলা খেয়েছে,মিছিল সভা-সমাবেশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে।তারপরও বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য ধরেছি।
বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে সবসময় আছে এবং জনগণের পাশে থাকবে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া করা হয়,পরে গনভোজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply