
জাহিদ হাসান, মাদারীপুর
দেশের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স নির্মুল অভিযান পরিচালনা করার জন্য মাদারীপুরের শিক্ষানবীস কয়েকশত নার্সরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যলয় গিয়ে শেষ হয়।
রাস্তা দিয়ে যাওয়ার সময় নার্সরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক থেকে ভুয়া নার্স অপসারণের দাবি জানান।
জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক এর কাছে নার্সদের পক্ষ হতে স্মারক লিপি প্রদান করেন নাজমুল ফেরদৌস ও সাব্বির আহসান।
এ সময় নার্সরা আগামী দুই কর্ম দিবসের মধ্যে মাদারীপুরের বিভিন্ন বেসরকারী হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া নার্সদের গ্রেফতারের দাবি জানান জেলা প্রশাসনের কাছে।
Leave a Reply