
স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় ভাটিয়াপাড়া গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমাদ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ক্বারী মোহম্মাদ তাজুল ইসলাম মোল্লা এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মোঃ ইব্রাহিম এর সঞ্চচালনায় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা তসলিম হোসাইন সিকদার, জয়েন্ট সেক্রেটারি নুর ইসলাম শেখ লেলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply