
স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে তারা এ মানববন্ধন করে। ঘটনার বিবরণে জানা গেছে, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও কম্পিউটার শিক্ষক মিঠু মন্ডল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যৌন নিপীড়ণ করে আসছিলো। এ ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে জেলা সহ শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বিদ্যালয়ে তদন্ত আসার পূর্ব মুহূর্তে তিন শতাধিক শিক্ষার্থী ঐ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী ও কম্পিউটার শিক্ষক মিঠু মন্ডল ক্লাসের ছাত্রীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছে। এ ব্যাপারে সাবেক ম্যানেজিং কমিটি সহ শিক্ষা দপ্তরে অভিযোগ করেও আমরা কোনো প্রতিকার পাই নেই। তাই যৌন নিপীরণকারী ঐ দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছি। আমরা অনতিবিলম্বে তাদের অপসারণ চাই।
গোপালগঞ্জ জেলা সহ শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আমি জেলা শিক্ষা অফিসারকে তদন্ত বিষয়ে অবগত করে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply