নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোটালীপাড়া প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত বুধবার বিকেলে সাড়ে পাঁচ টার দিকে উপজেলা সদরে অবস্থিত কোটালীপাড়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নতুন কমিটি গঠিত হয়।
কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি এইচ এম কামাল হোসেন পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণার পর সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম কামাল হোসেন সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুবল চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ৩ বছর মেয়াদে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিএনএন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সুধন্য ঘরামী দৈনিক নিউ ন্যাশন পত্রিকার বিষ্ণু চন্দ্র ওঝা সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব পত্রিকার কামরুল হাসান দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তম কুমার দে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম মৃধা সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক সকালের সময় পত্রিকার আবু নাইম শাহ কোষাধ্যক্ষ, দৈনিক সোনালী খবর পত্রিকার মিজানুর রহমান খান দপ্তর সম্পাদক, চ্যানেল এস টিভির শামীম হাসান রিংকু প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার নূর আলম হাজরা, ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন পত্রিকার আওলাদ হোসেন, দৈনিক সূবর্ণ গ্রাম পত্রিকার কালিপদ দাস ও ৭১ নিউজ বাংলার খায়রুল আলম রিপনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
Leave a Reply