ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ যুব অধিকার পরিষদ চতুর্থ বর্ষে পা দিয়েছে। “তরুণদের অঙ্গীকার দেশ হবে জনতার” ও “সবার আগে বাংলাদেশ তরুণরাই গড়বে দেশ”এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে বিভিন্ন কমসূচি পালন করা হয়। আজ বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আসে। এর পর সেখানে নেতা-কর্মীদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের জেলা সভাপতি মিশু পারভেজ পাটোয়ারী ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, রেজাউল করিম এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক মো. আবিদ হাসান, গাইবান্ধা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সম্রাট শেখ, সাধারণ সম্পাদক মাছিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক ডাঃ আলতাব।
বক্তারা বলেন, গণধিকার পরিষদ নিপীড়িত শুষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শুরু থেকে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছে। আগামী ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই আন্দোলন সংগ্রাম করছি ভবিষ্যতেও আমাদের এই সংগ্রাম চলমান থাকবে।
সুন্দরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শিক্ষানবিশ আইনজীবী মো.রুমন বসুনিয়া তার বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে এ ফসল কখনো বৃথা যেতে দেয়া হবে না”। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply