পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ সমর্থকের হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শনিবার (৩১ আগষ্ট) রাত ৮টায় উপজেলা পেকুয়ার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকায় এ ঘটমা ঘটে।
আহতেরা হলেন, মৌলভী পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে কক্সবাজার জেলা শ্রমিক দলের সদস্য মো: মিজান (৩২) ও পেকুয়ার শ্রমিক নেতা মো: ফারুক (৪০)।
শ্রমিকদল সদর পশ্চিম জোন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম জানান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নির্দেশে তার ভাই রুহুল আমিনের নেতৃত্বে জিয়াউর রহমান, এরফান,জসিম, আবুল শামা, মাষ্টার নুর মুহাম্মদ, ইলিয়াস, মো: হানিফ ও মো: ইসমাইলসহ ১৫/১৬ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা করেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোন কারণে হয়েছে তা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply