পেকুয়া প্রতিনিধিয়ঃ
কক্সবাজারের পেকুয়া দুর্বৃত্তদের হামলায় নতুন ঘর গুড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
জানাজায় গত ২৩ আগস্ট শুক্রবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মৌলভী পাড়া(চরপাড়া) এলাকার- মৃত্যু ইসলাম মিয়ার পুত্র প্রতিবন্ধী আবুল বশরের মালিকানা দীর্ঘ দিনের দখলিয় খাস জমিতে একটি নতুন ঘর তৈরী করেন।
লেখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়-গত ২৩ আগস্ট বিকাল ৩ টার দিকে একই এলাকার- নুরুল আমিনের পুত্র মিজান, মোঃফারুক, আক্তারের পুত্র আমজাদও বেলালের পুত্র কাইছার সহ বেশ কয়েক জন দুর্বৃত্তরা মিলে ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা দাবি করে কিন্তু ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা মারধর করতে চাইলে আবুল বশর প্রানে বাঁচতে স্থান ত্যাগ করার সাথে সাথে দুর্বৃত্তরা দল বেঁধে নতুন ঘর টা ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
ভুক্তভোগী আবুল বশর আরো জানান তাঁর ঘরের পাশে থাকা আরো দুইটি বসত ভিটার ঘর ও মৎস্য প্রজেক্টে হামলা করে ভাংচুর ও মৎস্য প্রজেক্টে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুটপাট করেন দুর্বৃত্তরা।
ভুক্তভোগী আবুল বশর(প্রতিবন্ধী) জানান- তিনি একজন অসহায় হতদরিদ্র লোক কে-ইবা হামলা কার ইন্ধনে করছে আমি জানি না, আমি সঠিক বিচারের জন্য পেকুয়া উপজেলা সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।
Leave a Reply