রিয়াজুল হক সাগর, রংপুর
রংপুরে শারদীয় দূর্গা উৎসব নিয়ে ধর্মসভা কমিটির সাথে আলোচনা সভা করেছেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। রংপুর ধর্মসভা প্রাঙ্গনে আলোচনা সভায় তিনি শারদীয় দূর্গা উৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে বলে জানান তিনি। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেজর নাহিদ বিন হাবীব, ধর্মসভা পরিচালনা কমিটির সভাপতি ভবতোষ সরকার, সাধারণ সম্পাদক পার্থবোসসহ অন্যরা।বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, আমরা সার্বক্ষনিক দেশবাসীর পাশে আছি। আপনারা সবময়ের জন্য মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনবাহিনী রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে। দুশ্চিন্তা, উদ্বিগ্নতাকে এক পাশে রেখে নিশ্চিন্তে পুজা উযযাপন করতে পারবেন।
তিনি বলেন, আপনারা একটু সহনশীল থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড় কোনো তথ্য না বিশ্লেষণ করে বিশ্বাস করবেন না। অনেক সময় ভুল হয়, আবার মানুষ ভুল ব্যাখাও করে। ফেসবুকের মাধ্যমে অনেক রিউমার ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমগুলোতে যা দেখেন তা সত্য হিসেবে বিবেচনা করে হুট করেই ঝাঁপিয়ে পড়বেন না। আগে বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হন। বিবেক দিয়ে বিবেচনা করুন। তাহলে এই সুন্দর বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারবো।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com