শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে গনসমাবেশ করেছে জুয়েলের সমর্থক’রা ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় তৃপ্তিকে বিজয়ী করতে গোগায় উৎসবমুখর উঠান বৈঠক বেনাপোলে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই রংপুর বিভাগীয় বই মেলা বর্জন কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের খেলা সন্ধ্যায়, স্টেডিয়ামে মানতে হবে যে নির্দেশনা

রুপান্তর সংবাদ ডেস্কঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২২৩ Time View

রুপান্তর সংবাদ ডেস্কঃ জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে মুখিয়ে রয়েছেন। বিশেষ করে হামজাকে নিয়ে তৈরি হয়েছে বেশ উন্মাদনা।

তবে স্টেডিয়ামে হামজার বাংলাদেশের খেলা দেখতে হলে মানতে হবে বেশ কিছু নির্দেশনা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যা সাতটায় খেলা হলেও দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খুলবে বাফুফে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি দেখা যায়। আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। টিকিট না পাওয়া সমর্থকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন। টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীও আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর। দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে। গ্যালারিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে বাফুফে এখনো কোনো তথ্য প্রদান করেনি। ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বাফুফে একটি উৎসবের আবহও রাখছে। খেলার দেড় ঘণ্টা আগে গান-বাজনার আয়োজন করছে। এ রকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয়। একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতোপূর্বে এমন ঘটনা দেখা যায়নি।

সোয়াট থাকবে স্টেডিয়ামে

৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচটা মাঠে গড়িয়েছে। তবে সে ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারেবারে। সে ম্যাচের নানা সময়ে হওয়া বিশৃঙ্খলা এর প্রধান কারণ। তেমন কিছু যেন সিঙ্গাপুর ম্যাচেও না হয়, সেজন্যে আজ জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে পুলিশের সোয়াট ফোর্স।

ভুটান ম্যাচে দর্শকরা মূল ফটক ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। এরপর ম্যাচ চলাকালেও বিশৃঙ্খলা হয়েছে। দর্শকরা গ্যালারির সামনের বেষ্টনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। যার ফলে ম্যাচের নিরাপত্তা নিয়েও বেশ করে প্রশ্ন উঠেছে। তেমন সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বাফুফে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচে যেন ভুটান ম্যাচের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্যে নিরাপত্তা জোরদার করেছে ফেডারেশন।

বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট রাখা হবে স্টেডিয়ামের আশেপাশে ও মাঠের ভেতরে। সেই সোয়াট সোমবার জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে। ম্যাচের দিনও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখবে এই বাহিনী।

বিষয়টি নিয়ে রোববার বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদ মাধ্যমকে জানান, ‘ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’

সিঙ্গাপুরকে হারাতে চান হামজা

ভুটানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে অভিষেক ছিল হামজা চৌধুরীর। সে ম্যাচে দলের জন্য উন্মাদনাটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। এবার তার সামনে দাঁড়িয়ে আরও এক ‘অভিষেক’, সিঙ্গাপুর ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাটিতে অভিষেক হবে তার। ভারতের মাটিতে ড্র করার অভিজ্ঞতা আছে, সেই টনিক নিয়ে এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জিততে চাইছেন তিনি।

বাংলাদেশে এর আগে যতবার এসেছেন, গন্তব্য ছিল সিলেটেই। তবে এবার পরিস্থিতিটা ভিন্ন, এবার ঢাকায় আছেন শুরু থেকেই। অনুশীলনের ফাঁকে ফাঁকে ঢাকাকে দেখাটাও বেশ উপভোগ করছেন হামজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে বেশি বের হতে পারছি না, ট্রেনিং ক্যাম্প আছে, মিটিং আছে। ঈদের দিন, জুম্মাতেও গেছিলাম ফ্রাইডে-তে। ভালা হইছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশ দেখছি না।’

ভুটানকে হারানোর পর হামজা ও বাংলাদেশের সামনে সিঙ্গাপুর পরীক্ষা। লেস্টার সিটির মিডফিল্ডার জানালেন, ভারতের বিপক্ষে মার্চের ওই ম্যাচে ড্র দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুব কনফিডেন্স পাইছি ভারত ম্যাচ থেকে। আমরা জানি আমরার বড় চান্স আছে। আমরা দেশের মাটিতে খেলতেছি। আমার টিমের খুব ইমপ্রুভ হইছে, সো বড় অপরচুনিটি আছে আমাদের সাকসেসফুল হওয়ার।’

ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন হামজা চৌধুরী। সে ম্যাচেই বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোল করেছিলেন তিনি। তার পরিবারকে তিনি জানিয়েছেন, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুই মুহূর্তের একটি।

তিনি বলেন, ‘খুব প্রাউড, আমি আমার বউ আর আমার ফ্যামিলিরে কইছি যে, হয়তো আমার ক্যারিয়ারের সেরা দুই মুহূর্ত; অত মানুষ আইয়া ফ্রেন্ডলি গেম দেখছে, আর ম্যাচের আগে যে আইয়া স্টেডিয়ামের বাইরে যে সাপোর্ট করছে। অত ভাল লাগছে, বড় প্রাউড মনে হয়তাছিলো আমার কাছে।’

এরপর হামজা আবার ফিরলেন সিঙ্গাপুর প্রসঙ্গে। তিনি জানালেন দলকে জেতাতে আগ্রাসী ফুটবল খেলার বিকল্প নেই। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের দলের দিকে মনোযোগ দিতে। সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আমরা টিমে কনসেনট্রেট (মনোযোগ) করতাম, আর একবারে অ্যাগ্রিসিভ (আক্রমণাত্মক) খেলতাম আর ইনশাআল্লাহ ওটা করলে আমরা জিতমু।’

হামজার বাংলাদেশকে সমীহ করছেন সিঙ্গাপুর কোচ

বাংলাদেশ থেকে তিন পয়েন্ট নিয়ে দেশে ফেরার আশা সিঙ্গাপুরের। যদিও হামজা-শমিতদের বাংলাদেশকে সমীহ করছেন সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বিস্মিত কোচ বলেন, এত সাংবাদিক এসেছে, আমি অবাকই হয়েছি। এতে বোঝা যায়, ম্যাচটা নিয়ে সবাই কতটা আগ্রহী।

তিনি বলেন, হামজা-শমিতদের গড়া দলটা যে শক্তিশালী। সে জন্য আমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হয়েছে। আমার বিশ্বাস, ম্যাচটা উপভোগ্য হবে। আগের ম্যাচ নিয়ে আমি কিছু জানিও না। আমরা কালকের ম্যাচটা নিয়ে ভাবছি, এটা আমাদের জন্য কঠিন ম্যাচ। এটা ঠিক, আমরা ম্যাচের জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে আসা সিঙ্গাপুর দলের ডিফেন্ডার আমিরুল আদলি বলেন, বাংলাদেশ ভালো একটা দল। কাল আমরা তাদের বিপক্ষে খেলব। আশা করি ম্যাচটি উপভোগ্য হবে। চেষ্টা থাকবে ভালো ফুটবল খেলার।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করেছিল আর সিঙ্গাপুর ড্র করে হংকংয়ের বিপক্ষে। তাতে এই গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট সমান এক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category