রুপান্তর সংবাদ ডেস্ক:
এক বছর পর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ১৪-১৯ জুলাই শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে পাঁচটি ইভেন্টে লড়বেন দেশসেরা শাটলাররা।
আগ্রহী খেলোয়াড়দের ৬ জুলাইয়ের মধ্যে ফেডারেশনে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। পুরুষ ও নারী এককে এক হাজার, দ্বৈত ও মিশ্র দ্বৈতে দেড় হাজার টাকা নিবন্ধন ফি।
শাটলারদের জন্য ঘরোয়া আসরের ইতিহাসে এই প্রথম থাকছে প্রাইজমানি। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘আমরা ব্যাডমিন্টনে এই প্রথম ১০ লাখ টাকা প্রাইজমানি দিচ্ছি এবার। যাতে শাটলাররা অনুপ্রাণিত হয়।’
Leave a Reply