রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে শিশু ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি জামাই শশুর নিহত রাজশাহী শিক্ষা বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন ১৪ আগষ্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন গাইবান্ধায় আনারুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার নেপথ্য কারণ কারণ জানালো পুলিশ,১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস পুলিশের ভূমি অফিসে চাকরি করে বলে কবরস্থান দখলের পায়তারা শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক ইসমাইল

এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর

রুপান্তর সংবাদ ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩১ Time View

রুপান্তর সংবাদ ডেস্ক:

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। হামলার ঘটনায় ভিপি নুর ও তার সহযোগীরা চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন। পরে সেনাবাহিনীর সহযোগীতায় তারা মুক্ত হন। এসব হামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উলটো গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নিষিদ্ধ করেছে।

সভায় আরও জানানো হয়, বিএনপির কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদকে সহযোগীতার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উলটো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে। গলাচিপা ও দশমিনার চরবিশ্বাস, বকুলবাড়িয়া, আটহরা, কলাপাড়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের স্থানীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নুরের ছোট ভাইসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বলা হয়েছে, হামলাকারীরা বরিশালসহ আশপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে।

প্রশাসন হামলাকারীদের থামাতে না পেরে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বরং নিরাপরাধ দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, এ ধরনের প্রশাসনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে না। বরং এটি একটি পক্ষপাতদুষ্ট ও ক্ষমতা সমর্থক প্রশাসনের প্রতিচ্ছবি।

এছাড়াও তিনি বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় পতিত সরকারের দোসর হারুন-বেনজীরের ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তাই তার অপসারণ দাবি জানাচ্ছি। প্রশাসনের নির্লজ্জ পক্ষাবলম্বন এবং হামলাকারীদের প্রশ্রয়দানকে গণতন্ত্র ও বিরোধী রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, স্থানীয়ভাবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের অপকর্ম তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন। নাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে এই বিভাজনের দায় দলের ওপরই বর্তাবে।

একইসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়নি এবং তারা চলমান সহিংসতার ঘটনা স্মরণে রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category