রুপান্তর সংবাদ ডেস্ক:
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিত জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। একে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠকে ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজানের আগে, এমনকি আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ বলে যে অভিমত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। বিশেষ করে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি ফেব্রুয়ারির মধ্যে হওয়া প্রয়োজন—এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সময়োপযোগী ও গঠনমূলক।
তারা বলেন, এই ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজন উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
এর আগেও গত ৬ জুন প্রধান উপদেষ্টার প্রাথমিক নির্বাচনি রোডম্যাপকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়ে খেলাফত মজলিস বলেছিল, আবহাওয়া ও সার্বিক বাস্তবতা বিবেচনায় নির্বাচন রমজানের আগেই—অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়াই উত্তম হবে। তবে এর আগে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা ও মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে।
Leave a Reply