রুপান্তর সংবাদ ডেস্ক:
মিসাইল ও ড্রোনের সমন্বয়ে ইরানের হাইব্রিড হামলার পর এবার ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে।
রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নির্দিষ্ট করে কোনো সংগঠনের নাম উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিই এ হামলা চালিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর নতুন করে সাইরেন বেজে উঠছে তেল আবিব ও আশেপাশের এলাকায়।
টাইমস অব ইসরায়েল জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পর লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার কয়েক মিনিট পরই নতুন করে সাইরেন বাজতে শুরু করে। তবে, হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে সমক্ষম হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।
Leave a Reply