রুপান্তর সংবাদ ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস দলের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্টেট জনবান্ধব মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। মাগুরা জেলা কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এবাদত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু চৌকদার, মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মাগুরা পৌর শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রাজু, মাগুরা জেলা ছাত্র কংগ্রেস এর আহ্বায়ক মোঃ কাজল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌরশাখার নেতৃবৃন্দরা।
মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশে যে চলমান সাংবিধানিক পজিশন হয়েছে তাতে নির্বাচন অপরিহার্য। কোন দল কি করলো এটা তাদের নিজস্ব বেপার। তবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংলাপ হয়েছে তারা আমাদেরকে আশ্বত্ব করেছেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। মাগুরার ছেলে হিসাবে আমি মাগুরা-১ ও ২ আসনে নির্বাচনের জন্য আজ মনোনয়ন ফরম জমা দিলাম। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু না হলে বয়কট করার ঘোষণা দেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com