শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে গনসমাবেশ করেছে জুয়েলের সমর্থক’রা ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় তৃপ্তিকে বিজয়ী করতে গোগায় উৎসবমুখর উঠান বৈঠক বেনাপোলে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক অনুষ্ঠিত গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই রংপুর বিভাগীয় বই মেলা বর্জন কোটালীপাড়া উপজেলা পরিষদে ও থানায় ককটেল বিস্ফারণ,  আহত ৩ পুলিশ সদস্য

জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত: চরমোনাই পীর

রুপান্তর সংবাদ ডেস্কঃ
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭১ Time View

রুপান্তর সংবাদ ডেস্ক:

জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পির।
শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পির বলেন, ১৯৪৮-এ ইসরাইলের জন্ম থেকেই মানবতার সঙ্গে তারা একেরপর এক অপরাধ করেই যাচ্ছে। সর্বশেষ বিগত দেড় বছর ধরে পৃথিবীর শতকোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের ওপরে বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোও নিশ্চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তাও করছে। নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ইসরাইলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসীকে কলংকিত করেছে।
চরমোনাই পির বলেন, হিংস্র ইসরাইল ফিলিস্তিনের পাশাপাশি এখন সমগ্র মধ্যপ্রাচ্যে এক মহাযুদ্ধ শুরু করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপরে তারা যে অসভ্য ও নিষ্ঠুর হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ইরানে সামরিক ঊর্ধ্বতন নেতাসহ নিহত সব সামরিক-বেসামরিক জনতার প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত। কারণ, প্রতিষ্ঠান হিসেবে তাদের আর কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। একই সঙ্গে আরব লীগ, ওআইসির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোরও মৃত্যু হয়েছে। আরব রাষ্ট্রগুলোর সরকার ও সরকার প্রধানরা যে নগ্নভাবে হানাদার ইসরাইল ও পশ্চিমা শক্তির তাঁবেদারি করেছে, তাতে তারাও মুসলিম জনতার নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্থায় বিশ্বের মুসলিম জনতাকে নিজেদের রক্ষায় নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে। যার যার দেশের সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। তাদেরকে বাধ্য করতে হবে; যাতে তারা ফিলিস্তিনিদের রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
চরমোনাই পির ইউরোপ ও আমেরিকার বুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে আপনারা রাজপথে নেমে আসুন। আপনার সরকারকে বাধ্য করুন ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিতে। না হয় ইতিহাস গোটা ইউরোপ ও আমেরিকাকে গণহত্যার সহযোগী হিসেবে সাব্যস্ত করবে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এখন চলমান সংঘাত বন্ধে সব আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করুন। তাতে কাজ হোক বা না হোক অন্তত আমাদের প্রচেষ্টার ছাপ থাকুক মহাকালের ইতিহাসে। কারণ, সভ্যতার স্বার্থেই ইসরাইলকে থামাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category