এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানিয়েছে ত্রিশাল উপজেলা বিএনপি। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও বাড়ী বাড়ী গিয়ে বিএনপির পক্ষে জনমত তৈরী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
এসময় পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত নেতাকর্মীগণ হাত উচু করে ধানের শীষের বিজয় নিশ্চত করার অঙ্গীকার করেন। শনিবার (১৪ জুন) বিকেলে স্থানীয় ত্রিশাল কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পরবর্তী পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান অতিথি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ত্রিশাল উপজেলার উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, বইলর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়ালিদ মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবীর, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপিনেতা রাশেদুল হাসান বিপ্লব প্রমূখ।
Leave a Reply