প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ৩:৩৯ পি.এম
গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ইকবাল হোসেন সবুজ

এস.এম দুর্জয়, গাজীপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের মনোনয়ন পত্র জমা দিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বুধবার(২৯ নভেম্বর)দুপুরে শ্রীপুরে মনোনয়ন পত্র জমা দেন।এসময় তার সঙ্গে বিশাল গাড়ি বহরে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে দুপুরে মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।এবারে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এই জনপ্রিয় নেতা।এ সময় ইকবাল হোসেন সবুজ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন সুষ্ঠু করবেন, আমাদের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আছেন এবং আমরা আশাবাদী গাজীপুর-৩ এ ২০১৮ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এবারও জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন,(ইনশাআল্লাহ)।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.