প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ১:৪০ পি.এম
লন্ডনে তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান পলাশ
জাহিদ হাসান, মাদারীপুর:
লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্তিরতা নিরসন হয়েছে বলে দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।
তিনি শনিবার (১৪ জুন) দুপুরে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে জেলা যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আসাদুজ্জামান পলাশ বলেন, ‘১৩ জুনের আগে এদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল। ফলে সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনিদির্ষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারীতে হবে, এতে সারা দেশে শান্তির বাতাস বইছে। এছাড়া বিএনপি প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে ফেব্রুয়ারী মাসের নির্বাচনে। আগামীতেও বিএনপি বিজয়ী হয়ে এদেশের মানুষের সেবা করবে।’ এসময় আসাদুজ্জামান পলাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার, জেলা কৃষকদলের আহবায়ক অলিউর রহমান দর্জি, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বিএম আরিফুর রহমান দুলাল প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.