রূপান্তর সংবাদ ডেস্ক:
তামিম ইকবাল স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’ মঞ্চে উপস্থিত হওয়ায় যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিও তিনি উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, তিনি সেখানে গিয়েছিলেন একজন ক্রীড়াবিদ হিসেবে, কোনো রাজনৈতিক পরিচয়ে নয়।
তামিম আরও বলেন, রাজনীতিকে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং মনে করেন রাজনৈতিক নেতাদের মতো ক্রীড়াক্ষেত্রেও দক্ষতার প্রয়োজন হয়। ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কিছু না বললেও তিনি বারবারই বলেন, আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তা তার নেই। ক্রীড়াঙ্গনেই সংগঠক বা পরামর্শক হিসেবে অবদান রাখতে চান। তার মতে, দেশের ক্রীড়া উন্নয়নে স্পোর্টস বিশেষজ্ঞদের নেতৃত্বে আনা উচিত। এজন্য তিনি রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান, যেন ক্রীড়ানুরাগী এবং অভিজ্ঞ ক্রীড়াবিদদের মাধ্যমে খেলার উন্নয়ন সাধিত হয়।
Leave a Reply