ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রফতানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে আয় হয়েছে ৪২৯ কোটি ডলার। তৈরি পোশাক যুক্তরাজ্যে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর, ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, ২০২৯ সালের পরে যখন শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হয়ে যাবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।
Leave a Reply