প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ১১:৩২ এ.এম
যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের রফতানিতে শঙ্কা
রূপান্তর সংবাদ ডেস্ক:
যুক্তরাজ্য ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। এটি আরও গভীর হবে এলডিসি উত্তরণের পর। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়বে বাংলাদেশ। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের।
ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রফতানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে আয় হয়েছে ৪২৯ কোটি ডলার। তৈরি পোশাক যুক্তরাজ্যে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর, ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, ২০২৯ সালের পরে যখন শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হয়ে যাবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।
শঙ্কা আরও তীব্র হবে ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলেছে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রফতানির সময় কমিয়ে আনার পরামর্শ আবরার হোসেন সায়েমের। তিনি বলেন, যুক্তরাজ্যে পণ্য রফতানিতে দীর্ঘ সময় লাগে। এটি কমিয়ে আনতে হবে। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাকখাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান।
এমন পরিস্থিতিতে, নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই পণ্যে যত বেশি ভ্যালু এড করা যাবে, ব্যাকওয়ার্ড লিংকেজকে শক্তিশালী করা যাবে; তত বেশি প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করা সম্ভব হবে। ভারত আশা করছে, আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী তিন বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রফতানি বাড়বে অন্তত ১২ শতাংশ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.