বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ফ্লাইট এক্সপার্ট, অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা গাইবান্ধায় বোয়ালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত কবিতা: ভয় নেই তার ” লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে সরকারি রাস্তা কেটে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৩ Time View

ফাইল ছবি

রূপান্তর সংবাদ ডেস্ক:

ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পূর্ণ হতে চললো আজ; তবে উত্তেজনা কমার কোনোরকম লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। উল্টো ইসরায়েলের পক্ষ নিয়ে চলমান সংঘাতে যেকোনো মুহূর্তে সরাসরি যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতির মধ্যেও পিছপা হওয়ার কোনো মনোভাব নেই ইরানের। ফলে, ক্রমশই ভয়ংকর রূপ ধারণ করছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ অবস্থায় চলমান এ সংঘাত নিয়ে বিশ্ববাসীর প্রতি কঠিন এক সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। এই বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান তার। বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ইরানে গত ছয় দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমানের পাশপাশি ভয়ংকর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানে হামলা চালনোর পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মারিয়া জাখারোভা।

সেখানে বক্তব্য প্রদানকালে ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামো ও শান্তিপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আমি সামরিক স্থাপনাগুলোর কথা বলছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোর কথা বলছি। পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটা একটি ভয়ানক, রাক্ষসী খেলা, অনেকের মতেই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে যা। এটাই ভয়াবহ বাস্তবতা; এটা সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে বিশ্ব।এরপরই এই রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন, কূটনীতি এখনও সম্ভব। কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদাই থাকে।

এর আগে, ইরানে আগ্রাসন চালাতে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।  বুধবার (১৮ জুন) এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে।

এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের দ্রুত অবসান চেয়ে ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে কথা বলেন তিনি। রাশিয়ার রাষ্টীয় বার্তা সংস্থা তাস–এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই নেতাই চলমান সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পুতিন জানিয়েছেন, এই সংকটে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতার সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতের প্রেসিডেন্টকে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category