রূপান্তর সংবাদ ডেস্ক:
গল টেস্টে সফরকারী বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৯৫ রানের বিপরীতে তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮৭ রান এসেছে পাথুম নিশাঙ্কার ব্যাটে। আগের দিনের ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। নাহিদ রানা শূন্য রানে আউট হলে স্কোর বোর্ডে ৯ রান যোগ করতেই অলআউট হয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন লঙ্কান ওপেনার লাহিরু উদারা আর পাথুম নিশাঙ্কা। তবে ৩৪ বলে ২৯ রান করা লাহিরুকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম।নিশাঙ্কা ও চান্দিমালের ব্যাটে দারুন ভাবে ঘুরে দাড়ায় লঙ্কানরা। এ দু’জনের ১৫৭ রানের জুটি ভাঙ্গে চান্দিমাল ৫৪ রান করে ফিরলে।
এরপর বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলা ম্যাথুস ফেরেন ৩৯ রান করে। আর ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে ১৮৭ রান করে হাসান মাহমুদের পেসে কাটা পড়েন পাথুম নিশাঙ্কা। দিনশেষে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত রয়েছেন যথাক্রমে ৩৭ ও ১৭ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মুমিনুল হক।
Leave a Reply