ফাইল ছবি
রূপান্তর সংবাদ ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে সবাই এক মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে তিনি এ কথা জানান।
এদিন ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় চতুর্থ দিনের বৈঠকে আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৯টি রাজনৈতিক দল। বিষয়বস্তু নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা।জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় সুস্পষ্ট হয়ে ওঠে। প্রত্যেক রাজনৈতিক দল স্মরণ করিয়ে দেয় এর সঙ্গে পার্লামেন্টের দ্বিকক্ষ জড়িত। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন, সেক্ষেত্রে উচ্চকক্ষ কিভাবে হবে তার পেছনে আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আলোচনা করেছি।
সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে, ৪৮ এর ১ অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল এক মত হয়েছে। পরিবর্তিত, সংশোধিত ও সংস্কারের বিষয়টি আমরা পরবর্তীকালে আলোচনা করব। অধ্যাপক আলী রীয়াজ বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল এক মত হয়েছে। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার (২২ জুন) আবারও আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, সব বিষয়ে আমরা একমত হতে পারব না সেটা আগেও বলেছি। তারপরও যেগুলো উল্লেখযোগ্য বিষয়ে একমত হতে পারব না, সেগুলো আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আমরা আশাবাদী গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।
Leave a Reply